মনির মোল্যা : ফরিদপুর জেলা মনির খাঁন সংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় ফরিদপুরের সালথা উপজেলার সদর বাজার বাইপাস সড়কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা মনির খাঁন সংঘের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন, মনির খাঁন সংঘের কেন্দীয় উপদেষ্টা এ আর বাদশা, প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সোহাগ মাহমুদ খান, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নাজরুল ইসালাম নয়ন, সন্মনিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সবুজ সাথী, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান এর সহ-ধর্মীনি লুভানা বেগম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংস্কৃতিক মনা, মনির খাঁনের অগনিত ভক্ত বৃন্দ।
এ সময় সঙ্গীত শিল্পী মনির খাঁন টেলিফোনযোগে উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, মনির খাঁন সংঘ একটি অরাজনৈতিক সংগঠন, এ সংগঠনের মাধ্যমে আমরা সারা দেশে যে সমস্ত অবহেলিত এলাকার রাস্তা ঘাটে গাছ পালা নেই সেই সমস্ত জায়গায় আমরা আপাদের সহযোগিতায় গাছের চারা রোপন করতে চাই। এছাড়াও আমরা অবহেলিত দুঃস্থ্য রোগিদের জন্য আমাদের সংগঠনের পক্ষে একটি ব্লাড ব্যাংক করে সেবা দিতে চাই। আজীবন আমরা মানবতার সেবায় কাজ করে যেতে চাই।