আগামীকাল ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন। দিনটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন উপলক্ষে নতুন সাজে মেতে উঠছে পুরো রোম নগরী এবং ভ্যাটিকানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ।
মনিরুজ্জামান মনির: উৎসবের আলোয় নিজেদের রাঙিয়ে তুলতে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন রোমের খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। রোমের গির্জা, রাস্তা-ঘাট, ব্যবসা প্রতিষ্ঠান আলোকসজ্জায় সাজানো হয়েছে। তবে বড় দিনের মূল আকর্ষণ ক্রিসমাস ট্রি। যা বর্ণিল আলোক সজ্জায় বিভিন্ন স্থানে সজ্জিত করা হয়েছে। আর তা উপভোগ করতে জড়ো হয়েছে অসংখ্য দর্শনার্থী
ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে ৪.৫ টনের এবারের ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে, যার উচ্চতা ২৩ মিটার এবং এটি আনা হয়েছে উত্তর ইতালীয় অঞ্চল থেকে। এছাড়াও এখানে যীশুর জন্মের সময়কার ছবি বালু দিয়ে তৈরি করা হয়েছে।
সেন্ট পিটার্স স্কোয়ারে গাছটি ৭ ই ডিসেম্বর স্থাপনের পর থেকে নতুন বছরের ১৩ জানুয়ারী পর্যন্ত চলবে ক্রিসমাসের মহাউৎসব।
আগামীকাল ২৫ ডিসেম্বর সকালে শুরু হবে মূল আয়োজন। বিশ্বের সকল মানুষের শান্তি কামনায় ও দেশের সকল মানুষ যাতে সুখে, শান্তিতে বসবাস করতে পারে সেই জন্য পপ ফ্রান্সিস বিশেষ প্রার্থনা করবে এই সান পিটার্স থেকে ।
কোনো ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।