জাকির হোসেন সুমন : এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ দলকে অনৈতিক ভাবে হারিয়ে দেয়ার কষ্টে যখন গোটা দেশের মানুষের সাথে প্রবাসী বাংলাদেশিদেও হৃদয়ে-মনে রক্তখরণ হচ্ছে ঠিক তখনি ইতালির ভেনিসে অনুষ্ঠিত হলো ভেনিস বাংলা স্কুল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর ফইনাল খেলা। এনটিএস মেসত্রে এবং ভেনিস ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত এ খেলায় প্রথম ব্যাট করে ভেনিস ক্রিকেট ক্লাব। তাদের দেয়া ১৩৮ রানের টার্গেট নিয়ে মাঠে নামে এনটিএস মেসত্রের খেলোয়াড়রা। ১৬ ওভারের খেলায় তারা খুব সহজেই ৭ উইকেট হাতে রেখে বিজয় ছিনিয়ে নেয়।
উল্লেখ্য, ২০১৭ সালের টুর্নামেন্টেও এনটিএস মেসত্রে বিজয় অর্জন করেছিল।
গত ৩০ সেপ্টেম্বর, রোববার ভেনিসের কামপালতো নামক স্থানের এক ক্রিকেট মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন স্থানীয় মেয়রের প্রতিনিধি এডভোকেট মারকো নেল্লাতো। এ সময় উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, ভেনিস ক্রিকেট ক্লাবের কর্মকর্তা আলবেরতো মিজানি, এনটিএস মেসত্রের কর্মকর্তা সোলায়মান হোসেন, ব্যবসায়ী সোহেল মিয়া, সাংবাদিক জাকির হোসেন সুমন সহ কম্যুনিটির বিশিষ্ট ব্যক্তিগণ।
প্রায় দুই মাস ব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ভেনিস এবং পাশ্ববর্তি এলাকার মোট ১২টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ টুর্নামেন্টে অত্যান্ত দক্ষতার সাথে আমপিয়ারের দায়িত্ব পালন করেন, আফাই, আলম, মুরাদ এবং আল আমিন।
ফাইনাল খেলায় ৫৭ রান করে ম্যান অব দা ম্যাচ হন বাপ্পি। ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির গৌরব অর্জন করেন সেতু। সর্বোচ্চ রান করেন রাহিম। তার রান সংখ্যা ১৯৫। ম্যান অব দা টুর্নামেন্টর গৌরব অর্জন করেন সাগর। তিনি ১১ উইকেট শিকার এবং ১৩০ রান করেন।
খেলা শেষে বিজয়ী দল এনটিএস মেসত্রের হাতে গোল্ডকাপ তুলে দেন পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশিষ্ট ব্যবসায়ী মজিবর রহমান সরকার। রানার আপ দলের সিলভার ট্রফি এবং সকল খেলোয়াড়, কর্মকর্তাদের গলায় মেডেল পরিয়ে দেন অন্যান্য অতিথিগণ। তারা হলেন, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান পাঠান, জাওয়ার মোড়ল, আবুল কালাম আজাদ, আবু সাইদ মোহাম্মদ রিয়াজ, মোঃ মনির হোসেন, মনোয়ার হোসেন, প্রমূখ।
এ সময় বিপুল সংখ্যক দর্শক ছাড়াও ভেনিস বাংলা স্কুলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য উপদেষ্টা পলাশ রহমান, হান্নান মিয়া, সহসম্পাদিকা (মহিলা) সুরাইয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পান্না, ক্রিড়া সম্পাদক আলি আফাই, নূরে আলম এবং আমির হোসেন।
খেলার ধারাভাষ্য বর্ণনা করেন অর্থ সম্পাদক আশিক পলস।