জাকির হোসেন সুমন : ইতালীর ভেনিসে জাক জমকভাবে হয়ে গেলো ভেনিস বাংলা স্কুল আয়োজিত গ্রিল পার্টি, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশাল এ আয়োজনে যোগদেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের প্রায় তিন শতাধিক ভেনিসে বসবাস রত প্রবাসী বাংলাদেশী সহ বেশ কয়েকজন ইতালীয়ান। দুপুর থেকেই ভেনিসের হায়েজ পার্ক জেলারিনো তে প্রবাসী বাংলাদেশী দের ঢল নামতে নামতে থাকে ভেনিস বাংলা স্কুলের এ বিশাল আয়োজনে। নারী , পুরুষ, শিশু রা মেতে উঠে আনন্দে। দুপুরের খাবার শেষে আয়োজন করা হয় সঙ্গীতানুষ্ঠান। এতে গান পরিবেশন করেন স্হানীয় শিল্পীবৃন্দ। পরে ছোটদের ১ শ মিটার দৌড়। বড় দের হাড়ি ভাংঙ্গা ও মহিলাদের বালিশ খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহন কারী বিজয়ীকে দেয়া হয় পুরস্কার। বাংলা স্কুলের ব্যতিক্রমি এ আয়োজনে আয়োজন কে ধন্যবাদ জানান ভেনিসের বিভিন্ন সামাজিক সংগঠন এর নেএীবৃন্দু। পরিশেষে উপস্হিত সকলকে সুন্দর ভাবে অনুষ্ঠান সফল করায় কৃতঙ্গতা প্রকাশ করেন ভেনিস বাংলা স্কুল কতৃপক্ষ।
Subscribe
Login
0 Comments
Oldest