জাকির হোসেন সুমন : ইতালির ভেনিসে ভৈরব পরিষদ ভেনিসের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।এতে ভেনিসে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির সকল সামাজিকও রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ভেনিসের মারঘেরা চিত্তার একটি হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় পরিষদের সভাপতি মাহাবুবুর রহমান চঞ্চলের সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র সভাপতি কাজী আব্দুল্লাহ আল রোনাকের পরিচালনায় বক্তব্য রাখেন ভৈরব পরিষদের প্রধান উপদেষ্টা কাজী আব্দুল মান্নান, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি রফিক সৈয়ল, ইতালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান, বাংলাদেশ এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মুজিব সরকার, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি ও ভেনিস আওয়ামিলীগের সাধারন সম্পাদক আব্দুল নাসির, বৃহত্তর ঢাকা সমিতির সাধারন সম্পাদক ও ভেনিস বিএনপির সাধারন সম্পাদক সমসের আকবির পলাশ, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, নরসিংদী জেলা সমিতির সভাপতি মনির হোসেন,আব্দুল্লাপুর সমিতির সভাপতি কুদ্দুস মিয়া, বৃহত্তর কুমিল্লা সমিতির মিলন মোহাম্মদ, ভৈরব পরিষদের উপদেষ্টা কামরুজ্জামান সাফি, উপদেষ্টা আবুল কাসেম এবং সংগঠনের সাধারন সম্পাদক সেলিম জাভেদ ও যুগ্ন-সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি ডিরেক্টর জাহাঙ্গীর আলম লিটন। সংগঠনের মহিলা সম্পাদিকা দোলন জাভেদ ও নাহিদা সুচীর পরিচালনায় হলের দ্বিতীয় তলায় প্রায় দুই শতাধিক ধর্মপ্রাণ মহিলার উপস্থিতিতে ইফতার আয়োজন এক বাংলাদেশী কমিউনিটির মিলন মেলায় পরিনত হয়।