বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে কর্তব্যরত অবস্থায় বিদ্যূতায়িত হয়ে রিজাউল শেখ (৩৫) নামে এক নির্মান শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলীম কাজী (৩২) নামক আরো এক শ্রমিক আহত হয়েছে বলে জানাগেছে। সংশ্লীষ্ট ও প্রত্যক্ষ দর্শীদের সূত্রে জানাযায়, বোয়ালমারী পৌর সদরের তালতলা বাজার এলাকায় গুনবহা ইউনিয়নের চ্যায়ারম্যানের ভাই আবুল বাশার বিপ্লবের একটি ভবন নির্মানের কাজ করছিলো উপজেলার গুনবহা ইউনিয়নের উমর নগর গ্রামের মঙ্গল শেখের ছেলে রিজাউল শেখ ও চন্দনী গ্রামের মালেক কাজীর ছেলে আলীম কাজী। এসময় আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা একটি জানালার গ্রীলের সংস্পর্শে এলে তারা বিদ্যূত স্পৃষ্ট হয়ে পড়েন। এতে ঘটনা স্থলেই রিজাউল শেখের মৃত্যু হয়। মারাত্মক আহত হন আলীম কাজী। মুমূর্ষ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়েছে।
এ দিকে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক মরহুমের বাড়ীতে ছুটে যান আন্তরজাতিক শ্রমিক নেতা ফরিদপুর-১ আসনের সাবেক এম, পি শাহ মোঃ আবু জাফর। তিনি এই করুণ মৃত্যূর ঘটনায় গভীর শোক প্রকাশ করে মরহুমের শোক বিহ্বল পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই সাথে ক্ষতিগ্রস্থদের জন্য সরকারের কাছে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবী করেন এই শ্রমিক নেতা।