আমীর চারু বাবলু, বোয়ালমারী, (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস নদীতে পড়ে ১ জন নিহত ও আহত হয়েছেন ১৬ জন।
আজ সোমবার ১ অক্টবার’১৮ বেলা ১১টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল চিতাঘাটা নামক স্থানে ফরিদপুরগামী যাত্রীবাহী লোকাল বাস (ফরিদপুর-ব ১১-০০৫৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বারাশিয়া নদীতে পড়ে গিয়ে বাসটি পানির ভিতর তলিয়ে যায়।এতে বাসের ভিতর আটকা পড়ে চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের দেলোয়ারের ছেলে তরিকুল (২৫) মারা গিয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১৬জন আহত হয়েছে জানিয়েছে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা এক চিকিৎসক। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও বোয়ালমারী থানা পুলিশ স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
আহতদের মধ্যে ডাবলু শেখ (১৮), মহসিন সিকদার (৫০) ও রত্না (৩০) এর অবস্থা আশঙ্কাজনক বলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অপর গুরুত্বর আহত আবু বক্কার ও শিপনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান এ চিকিৎসক। দুর্ঘটনা কবলিত চন্দ্রনাথ পরিবহনের ওই বাসটি আলফাডাঙ্গা থেকে ছেড়ে ফরিদপুর যাচ্ছিল।
বাসযাত্রী আবুল খায়ের গ্রুপের সহকারী বিপনণ কর্মকর্তা আবু সিদ্দিক জানান, বাসটি খুবই দ্রুত গতিতে চলছিল। দুর্ঘটনাস্থলে রাস্তার একটি গর্তের মধ্যে পড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নদীতে পড়ে যায়। উল্লেখ্য মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উন্নয়নের কাজ চলছে। দীর্ঘদিন রাস্তার নির্মাণ কাজ বন্ধ থাকায় খানাখন্দে ভরে গেছে। এ জন্য প্রতিনিয়তই ঘটছে নানা রকম দুর্ঘটনা। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।