আমীর চারু বাবলু বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ৭০ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী কে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। ১৭ জানুয়ারি বুধবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার গুনবাহা ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো চন্দনী গ্রামের মৃত আবু সাঈদ মোল্যার ছেলে মোশাররফ হোসেন (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩৫)। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনী গ্রামে মোশাররফ হোসেনের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এসময় মাদককারবারি মোশাররফ হোসেনের রান্না ঘর থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন পুলিশ। অভিযান পরিচালনাকারী উপ পুলিশ পরিদর্শক আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপুলিশ পরিদর্শক মনির হোসাইন ও শফি উদ্দিনসহ আটককৃতদের বাড়ীতে অভিযান চালাই। এসময় তারা রান্নাঘরে ফেন্সিডলের বোতল গুলো গুনছিল। জনশ্রুতি রয়েছে মাদককারবারি মোশাররফ ও তার তৃতীয় স্ত্রী হেনা বেগম দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক কারবার করে আসছে। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন- মোশাররফ ও তার স্ত্রী পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা প্রক্রিয়াধীন, বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।
Subscribe
Login
0 Comments
Oldest