নিউজ ডেস্ক :বোয়ালমারীতে রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর নতুন কমিটি গঠন ।
গত ২৩ জুলাই সন্ধ্যায় স্থানীয় হারুন সপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় আরাবি বারবিকিউ চাইনিজ রেস্টুরেন্টের ঘরোয়া পরিবেশে, স্থানীয় সাংবাদিকদের কন্ঠ ভোটে আমীর চারু বাবলু (ভারপ্রাপ্ত সম্পাদক-সাপ্তাহিক চন্দনা) কে সভাপতি ও সুমন খান (দৈনিক আমাদের সময়) কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন দীপঙ্কর পোদ্দার অপু (দৈনিক শিক্ষা) -সহ-সভাপতি, কামরুল ইসলাম (সাপ্তাহিক চন্দনা)-যুগ্ম সাধারণ সম্পাদক, এমন এম জামান (দৈনিক বাংলাদেশ সময়)-সাংগঠনিক সম্পাদক, হাসান মাহমুদ মিলু (দৈনিক গণকন্ঠ)-কোষাধ্যাক্ষ, আজিজুল ইসলাম (দৈনিক জনতা)-দপ্তর সম্পাদক, এমন বি এইচ সিজান বিপ্লব (দৈনিক নবচেতনা)-প্রচার ও প্রকাশনা সম্পাদক সহ ৭ জন কার্যকারী সদস্য তারা হলেন মোহাম্মদ জাকির হোসেন (দৈনিক নবরাজের), একেএম রেজাউল করিম (দৈনিক ভোরের ডাক), ইলিয়াস মোল্লা (এস টেলিভিশন), জাহাঙ্গীর আলম (সময়ের ভাবনা), সনৎ চক্রবর্তী (চন্দনা), মোঃ হুসাইন মিয়া (সময়ের ভাবনা), মোঃ সাজ্জাদুর রহমান (সময়ের ভাবনা)।
কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন আরজেএফ এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সেকেন্দার আলম শেখ, প্রবীণ সাংবাদিক, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি, সাপ্তাহিক চন্দনা’র সম্পাদক কাজী হাসান ফিরোজ, আরজেএফ এর কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, দৈনিক সমকাল এর বোয়ালমারী প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম,আরজেএফ আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান ও সম্পাদক মোঃ আবুল বাশার প্রমুখ।
উল্লেখ্য যে, অরাজনৈতিক, বেসরকারি, অলাভজনক স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান- আরজেএফ সারাদেশে সাংবাদিকদের পেশার উন্নয়ন, অগ্রগতি সাধন, স্বার্থ রক্ষায় প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গঠনের লক্ষ্যে ১১ বছর ধরে কাজ করে আসছে।