বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপর -এর মিঠাপুকুর ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃ্হস্পতিবার (২০ সেপ্টেম্বর) একাডেমিক ভবন-৪ এর নিচতলায় গ্যালারি রুমে উক্ত পরিষদের আহ্বায়ক আল-আমিনের সভাপতিত্বে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রসায়ন বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী ডি. কে. টগর এর সঞ্চালনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক “প্রধানমন্ত্রী স্বর্ণ পদকে” ভূষিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে প্রথম দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কৃতি শিক্ষার্থী মোছাঃ রুবাইয়া নুসরাত জাহানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উক্ত পরিষদের উপদেষ্টা পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ নূরুল হুদা লিটন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মোছাঃ নিশরাত জামানসহ অন্যান্যরা।