বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী, সামাজিক সংগঠন “প্রজন্ম ২১” এর দ্বিতীয় মেয়াদের কমিটি ঘোষণা করা হয়েছে। এ নতুন কমিটিতে সভাপতি পদে একাউন্টিং ও ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী মোঃ সেলিম রেজা এবং সাধারন সম্পাদক পদে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হাসিবুর জামান প্রান্ত নির্বাচিত হয়েছে।
বুধবার বিকেলে সাবেক সভাপতিকে উপদেষ্টা করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
নব নির্বাচিত সাধারন সম্পাদক হাসিবুর জামান প্রান্ত জানান, বেরোবিতে বইমেলায় স্টলের মাধ্যমে আলোচনায় আসে সংগঠনটি ,স্টলের অর্জিত মুনাফায় মাহিগঞ্জ অটিজম স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীর শিক্ষাসামগ্রী কিনে দেয় সংগঠনের কর্মীরা। ২০১৮ সালের ১২ জানুয়ারী জন্ম নেয়া সংগঠনটি অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য অর্থসংগ্রহ , শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক মূলক কাজ করছে।
তিনি আরো বলেন, এবারের ‘পরিবর্তন চাই” এর উদ্দ্যোগে দেশটাকে পরিষ্কার করি দিবস-২০১৮ রংপুর ইভেন্টে প্রজন্ম ২১ এর ২১জন সদস্যের সক্রিয় অংশগ্রহণ বেশ প্রশংসিত হয়েছে।
পরে সাবেক সভাপতিকে শুভেচ্ছা উপহার তুলে দেন নতুন সভাপতি সেলিম রেজা, সাধারন সম্পাদক হাসিবুর জামান প্রান্ত সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দের। এ সময় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য শামীমা শাম্মী, রেদওয়ান, আরিফ, বাবুল, স্বপন, নিলয়, প্রীতম, ফুয়াদ, শীলা, ইমরান প্রমুখ।