ইতালীর রোমে রোজাদারের সম্মানে বৃহত্তর ঢাকা যুব পরিষদ তরপিনাত্তারা‘র মসজিদ-এ-কুবা‘য় দোয়া ও ইফতার মাহফিলে আয়োজন করেছে।
বৃহত্তর ঢাকা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো: সেলিমের সার্বিক সহযোগিতায় যুব পরিষদ এর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালীতে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। রাষ্ট্রদূত বৃহত্তর ঢাকা যুব পরিষদের এ আয়োজনের প্রসংশা করেন।
এসময় বৃহত্তর ঢাকা যুব পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহে আলম শ্যামল ও সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান সহ সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত ছিলেন।
এছাড়াও ইতালীস্থ বাংলা কমিউিনিটির শীর্ষনেতা ও ঢাকার কৃতি সন্তান নূরে আলম সিদ্দিকী বাচ্চু, আব্দুর রশিদ, ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, জালালাবাদ কল্যান সংঘ (বৃহত্তর সিলেট) এর সভাপতি অলিউদ্দিন শামীম, কমিউনিটি নেতা কিটন সিকদার সহ আঞ্চলিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মসজিদের ইমাম মিকাঈল হোসেন সংক্ষিপ্ত আলোচনায় বলেন, পবিত্র রমজান আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। পরে প্রবাসীদের সমস্যার সমাধানে এবং মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করে, সকলেই ইফতারে অংশগ্রহন করেন।