মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগের দুঃহসময়ের কান্ডারী, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ৪ দিনের সরকারী সফরে বুধবার (১২ সেপ্টেম্বার) ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা) তার নিজ নির্বাচনী এলাকায় আসবেন বলে জানা গেছে। এসময় তার সফর সঙ্গী হিসাবে থাকবেন উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবার চৌধুরী লাবু।
সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন জানান, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবার লাবু চৌধুরী ১২ সেপ্টেম্বার থেকে ৪দিন সালথা-নগরকান্দার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।
এদিকে সংসদ উপনেতার আগমন উপলক্ষে সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুরের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে হাজারো নেতাকর্মী সংসদ উপনেতাকে শুভেচ্ছা জানাতে ফরিদপুর পুলিশ লাইন হেলিপেডে জড়ো হবেন বলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী জানিয়েছেন।