মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য, বীরমুক্তিযোদ্ধা আবু সহিদ মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে—রাজেউন। মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবু সহিদ মিয়া- কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচলক এ্যাড.জামাল হোসেন মিয়া ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়ার পিতা।
বীর মুক্তিযোদ্ধা আবু সহিদ মিয়ার মৃত্যুতে জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী শোকাহত প্রতিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক জানিয়েছেন।
আজ মঙ্গলবার রাত ৮টায় রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ তালমা ইউনিয়নের কদমতলী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।