এ,কে,মামুন: ফ্রান্সে অন্যতম সামাজিক সংগঠন “বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ফ্রান্স” কতৃক আয়োজিত প্যারিসের কেথসিমা’র সোনার বাংলা রেষ্টুরেন্টে প্রবিত্র মাহে রমজান মোবারক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় ক্বারী কবির আহমদ এর পবিত্র ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হলে প্রধান অথিতি হিসেবে আলোচনায় অংশ গ্রহন করেন কমিউনিটি নেতা সিরাজুর রহমান সিরাজ।
বিশেষ অথিতি বক্তব্য রাখেন উক্ত এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা মফিজ আলী। উপদেষ্টা মন্ডলির সদস্য আলমগীর হোসেন, সাবেক সভাপতি কানু মিয়া, কমিউনিটি নেতা নুরুল আবেদিন, হাজী হারুনূর রসিদ, মাহবুবুর রহমান বকুল, নূর মিয়া, খসরু মিয়া, আং আহাদ, নজির আহমদ, যুগ্ন সম্পাদক বেলাল আহমদ, সাংবাদিক নেতার আবু তাহের, ফৈরদুস করিম আখন্জি, ওলিউর রহমান ওলি, যুবনেতা কামাল আহমদ, জসিম উদ্দিন, লাবু চৌধুরী, আলমাছ আলী প্রমুখ।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উক্ত সংগঠনের সিনিয়র নেতা ক্বারী কবির আহমদ।