মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিরামহীন নৌকার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের সালথা উপজেলা পারিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ ওয়াদুদ মাতুব্বার। ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপির পক্ষে দিন-রাত এক করে নৌকার পক্ষে প্রচারণা করছেন তিনি।
প্রতিদিনই উপজেলার প্রত্যন্ত এলাকার কোনো গ্রামই বাদ রাখছেন না তিনি। প্রতিটি বাড়িতে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাওয়াসহ বিভিন্ন পন্থায় প্রচারণা-গণসংযোগ করে চলেছেন তিনি।
আগমী ৭ জানুয়ারি আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে তিনি নির্বাচনের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন নৌকার বিজয়ের প্রত্যাশায়।
তার সঙ্গে প্রচারণায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। আবার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দলের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা।
এদিকে লাবু চৌধুরী নৌকা প্রতীক পাওয়ার থেকেই ফরিদপুর-২ আসনের দুই উপজেলায় ব্যাপক সাড়া ফেলে দেয় বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলেধরে ব্যাপক প্রচারণা।
দলীয় নেতাকর্মীরা বলছেন, এবার লাবু চৌধুরীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ায় যেভাবে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত।
উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার বলেন, ফরিদপুর-২ আসনের যত উন্নয়ন সবই করছেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা মরহুম সাজেদা চৌধুরী। জননেত্রী শেখ হাসিনা তারই কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীকে নৌকা দিয়ে আমারদের মাঝে পাঠিয়েছে। আমরা সালথা-নগরকান্দা বাসি এই পরিবারের কাছে কৃতজ্ঞ। আমিসহ সালথা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রতিদিনই লাবু চৌধুরীর পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছে। আমরা শতভাগ আশাবাদী নৌকার বিজয় সুনিশ্চিত। আমাদের এই আসনে আরেকজন স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন। তিনি কখনোই এই আসনের জনগণের জন্য কিছু করেন নাই। তাই আমরা আশাবাদী জনগণ তাকে প্রত্যাখ্যান করে নৌকার বিজয় সুনিশ্চিত করবে।
৩১ ডিসেম্বর ২০২৩