‘বিজনেস ফ্র্রেন্ডস অফ এনটিভি রেকগনেশন সেরেমনি-২০১৮ বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত

শুধু বাঙালির অর্জনকেই তুলে ধরাই নয়, ব্যবসা বানিজ্য, শিক্ষা প্রতিষ্টান সহ কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশীদের অনুপ্রেরনা যোগাতে অবদান রাখছে দি ওয়াল্ড লিডিং ইন্টারন্যাশনাল বাংলাদেশী টিভি চ্যানেল এনটিভি ইউরোপ।
‘বিজনেস ফ্র্রেন্ডস অফ এনটিভি গত ২০১৬ সাল প্রথম শুরু হলে স্থানীয় ব্যবসায়ী সহ কমিউনিটিতে খুবই জনপ্রিয় হয়ে উঠে,তারই ধারাবাহিকতায় ৩য়বাবের মত এবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বার্মিহামে অনুষ্টিত হল ‘বিজনেস ফ্র্রেন্ডস অফ এনটিভি রেকগনেশন সেরেমনির-২০১৮’। বৃটেনের এইসব ব্যবসায়ীদের সাহসী পথচলার সাফল্যগাথা ইতিহাস কে সম্মাননা জানানো, আর কমিউনিটির সবাইকে একসাথে জড়ো করাই ছিল এনটিভির মূল লক্ষ্যে বলে জানান এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন।

ক্রাউন ব্যাঙ্কৃটিং হলে সোমবার জমকালো অনুষ্টানের মধ্যে দিয়ে মিডল্যান্ড সহ নর্থ ও নর্থওয়েষ্টের ৪৭ টি এশিয়ান ব্যবসায়ী এবং কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে রেকগনেশন ক্রেষ্ট প্রদান করেছে এনটিভি ইউরোপ।
এধনের আয়োজন বৃটিশ অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের রেমিটেন্স নির্ভর করে তোলতে সহায়ক হবে বলে মনে করেন আমন্ত্রিত অতিথিরা।

এনটিভির নর্থ ও মিডল্যান্ড ব্যুারো চীফ এবং ‘বিজনেস ফ্র্রেন্ডস অফ এনটিভি‘র প্রধান সম্বন্নয়কারী ফারছু আহমেদ চৌধুরী, বিশিস্ট চলত্রিকার মকবুল চৌধুরী, এনটিভির বিজনেস টুডে,র জনপ্রিয় উপস্থাক এম এ মুকিত মিয়ার , আর জি টেন এর তিন রতœ জরিদ মিয়া, আবু মিয়া চৌধুরী ও রফিকুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আবুল মিয়া, সাবুল মিয়া এদের মতো সৃজনশীল কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফল ভাবে সম্মর্প্ণ হলো এনটিভির বর্ষ সেরা ইভেন্ট ‘বিজনেস ফ্র্রেন্ডস অফ এনটিভি রেকগনেশন সেরেমনির-২০১৮’।

‘কানেক্টটিং বিজনেস এন্ড কমিউনিটি’ এই স্লোগান নিয়ে ‘বিজনেস ফ্র্রেন্ডস অফ এনটিভি এই অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির ডাইরেক্টর মোস্তফা সারোয়ার বাবু, বাংলাদেশে নিয়োযুক্ত সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, ইবকো‘র চেয়ারপার্সন বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ ওবিই সহ আরো অনেকই। সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আত্মবিশ্বাসের পাশাপাশি আগামী প্রজন্মের ছেলে- মেয়েরাও ব্যবসা ক্ষেত্রে এগিয়ে আসবে।

অনুষ্টানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন। আনন্দঘন এই অনুষ্টানে এওয়ার্ড প্রদানের পাশাপাশি বিভিন্ন শিল্পীদের গান এবং নৃত্য উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x