মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়ায় বুধবার দুপুরে সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মাসুদ খানকে মারধর করেছে। প্রেস ক্লাবের ভেতরে ঢুকে সন্ত্রাসী দল মাসুদ খানকে মারধর করে বলে প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন। পত্রিকায় প্রকাশিত ইফতার মাহফিল অনুষ্ঠানের সংবাদে উপস্থিত বিভিন্ন নেতার নাম থাকলেও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বি এম শোয়েব বেপারীর নাম না থাকায় এ সন্ত্রাসী হামলা চালানো হয় বলে জানা গেছে। আহত মাসুদ খানকে লৌহজং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেলে তিনি লৌহজং থানায় অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। তারা হলো দেলোয়ার, সেলিম ও আসিফ।
এদিকে, ঘটনার পরই মাসুদ খানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব, মুন্সীগঞ্জ প্রেস ক্লাব, মুন্সীগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বি এম শোয়েব বেপারী এ হামলার ঘটনার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, শুনেছি, জুয়াখেলা ও ফেনসিডিল সেবন হয় সেখানে। এ নিয়ে বিরোধে মাসুদ খানের ওপর হামলা হয়েছে।