বিশেষ প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের জন্য বিএনপি থেকে মনোনয়ন ক্রয় করেন আমেরিকা প্রবাসী ফোরিডা বিএনপি’র সভাপতি আলমগীর কবীর। মঙ্গলবার দলীয় কার্যালয় হতে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মামুনুর রহমান ও জাহাঙ্গীর কবীর।
আলমগীরের ভাই জাহাঙ্গীর কবীর জানান চরভদ্রাসনের হরিরামপুর ইউনিয়নের সন্তান আলমগীর প্রবাসে থাকলেও দীর্ঘ দিন ধরে তিনি তার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। এলাকার মানুষের দাবীর মূখে তিনি তার ভাইয়ে জন্য বিএনপি থেকে মনোনয়ন ক্রয় করেন।এ সময়
ফরিদপুর-৪ আসনের বিভিন œনেতা কর্মীরা তার সাথে ছিলেন।
আলমগীর কবীর সহ ফরিদপুর-৪ এর জন্য বিএনপি হতে এ পর্যন্ত ৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।