সেলিম আলম,স্পেন: দীর্ঘদিনের দাবী ও প্রবাসীদের দূর্ভোগ এবং শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক সেবা মানুষের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ স্পেন কর্তৃক বার্সেলোনায় কনস্যুলার সেবা প্রদানের কার্যক্রম শুরু হয় ২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে।
প্রত্যেক দুইমাস অন্তর অন্তর এই সেবা প্রদান করা হয়।মান্যবর রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের নেতৃত্বে এই সেবা প্রদান কার্যক্রম শুরু হয়।তারই ধারাবাহিকতায় গত ১০-০৭-২০১৮ইং তারিখে দূতাবাস তার নিজস্ব ওয়েবসাইটে ২০-০৭-২০১৮ ইং তারিখে দূতাবাস সেবা প্রদান করবে বলে জানায়।
তারই প্রেক্ষিতে সকাল ১০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত এই দূতাবাস সেবা প্রদান করা হয়।
২২০টি পাসপোর্ট বিতরন ৯০টি পাসপোর্টের আবেদন গ্রহন ১০টি পাসপোর্টে বাংলাদেশের ভিসা আবেদন ৫টি জরুরী অফিসিয়াল কাগজ সত্যায়িত করার মাধ্যমে দূতাবাস সেবা সমাপ্তি করা হয়।
উল্লেখ্য যে,বার্সেলোনা এবং মাদ্রিদের দূরত্ব প্রায় ৭০০ কি:মি:, যাতায়াতে সময় লাগে প্রায় একদিন, এতে খরচ হয় জন প্রতি প্রায় ১০০ ইউরো যা বাংলাদেশেরর প্রায় ১০০০০ টাকার সমান, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ এবং সময় বাচাঁনোর লক্ষ্যেই এই সেবা প্রদান কার্যক্রম চালু করা হয়।