আজাদ রুহুল আমিন জেলা প্রতিনিধি সময় নিউজ বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলার বাগমারা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার পুত্র মোঃ আলী মিয়া বয়স ৫৬। ডিসেম্বর ২০১৮ প্রথম সপ্তাহে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি গত ১০ বছর ধরে মানুষিক রোগী হিসেবে ঢাকা খুলনার চিকিৎসকের পরামর্শে নিয়মিত ব্যবস্থাপত্র অনুসরন করলেও প্রতি শীত মৌসুমে তার মাথায় প্রচন্ড রকম অসুখ দেখা দেয়। মোঃ আলী মিয়া বাগেরহাট কর্মকারপট্টির কাজী নজরুল ইসলাম রোডে দীর্ঘকাল যাবৎ ফলের ব্যবসা করতেন। তার কনিষ্ঠ ভ্রাতা মোঃ আলাউদ্দিন মিয়া জানান, তার স্ত্রী বড় ছেলে মিয়া মোঃ আজিম কম্পিউটার ইঞ্জিনিয়ার ও কনিষ্ঠ পুত্র মোঃ আমিন মিয়া আসন্ন এইচ এস সি পরীক্ষার্থী। পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন সন্ধান না পাওয়ায় চরম হতাশা ও উদ্বিগ্ন। তার কোন সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ০১৭২১ – ৪৭৭২১৭ অথবা ০১৭২৯ – ৩৭৯৯১৭ যোগাযোগ করার অনুরোধ। উক্ত এলাকার অপর ফল ব্যবসায়ী আব্দুস সালাম জানান, মোঃ আলী মিয়া সৎ ও আদর্শ ফল ব্যবসায়ী হিসেবে তিনি শহরে অধিক পরিচিত।
বি.দ্র. জনাব এম এম হক রাজু ভাই নিখোঁজ আলী মিয়া বন্ধু রেজাউলের আপন বড় মামাতো ভাই। নিউজটি কভারেজের জন্য অনুরোধ করা হইল এবং আমার ম্যাসেঞ্জারে দেবার অনুরোধ।