রিফাত প্রেমন, বিশেষ প্রতিনিধি: সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কন্ঠশীলন প্রশিক্ষক বাকশিল্পাচার্য অধ্যাপক নরেন বিশ্বাসের বিশতম প্রয়াণ দিবসে নরেন বিশ্বাস স্মরণে আলোচনা, আবৃত্তি ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
২৭শে নভেম্বর,২০১৮ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী, ঢাকায় বাকশিল্পাচার্য নরেন বিশ্বাসের স্বকন্ঠে ধারণকৃত আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের আরম্ভ হয়। নরেন বিশ্বাসকে নিবেদন করে সংগীত পরিবেশন করে বিশিষ্ট শিল্পী বুলবুল ইসলাম।
কন্ঠশীলন অধ্যক্ষ মীর বরকতের স্বাগত বক্তব্যের পরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যাপক নরেন বিশ্বাসের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন তার সহকর্মী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিক উল্লাহ খান। তিনি অধ্যাপক নরেন বিশ্বাসের আজীবন বাংলা ভাষা নিয়ে কাজ করার যে পরিক্রমা তা ব্যাখ্যা করেন। বাংলা ভাষার প্রমিত উচ্চারিত রুপের জন্য তার যে আত্মত্যাগ, নিরলস কর্মপরিচলনা এবং বেঁচে থাকতে সকল কিছুকে বিসর্জন দিয়ে শুধু ভাষা নিয়ে তার নিবিড় গবেষণা তা তুলে ধরার চেষ্টা করেন প্রধান অতিথি। অধ্যাপক রফিক উল্লাহ এর মতে, সামাজিক, সাংস্কৃতিক, রাষ্ট্রিক সুরুচি প্রকাশের মাধ্যম এই ভাষাটির আন্তরিক ও প্রেমময় হয়েছে যাদের কারনে, তাদেরই অন্যতম প্রধান অধ্যাপক নরেন বিশ্বাস।
অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন কন্ঠশীলন সভাপতি গোলাম সরোয়ার। সঞ্চালনায় শিরীন ইসলাম ও সমন্বয়ে ছিলেন মোস্তফা কামাল। আলোচনা সভার পরবর্তীতে বাংলাদেশের প্রথিতযশা আবৃত্তি শিল্পীরা একক আবৃত্তি করেন।
আবৃত্তি শিল্পীদের মধ্যে ছিলেন অধ্যাপক কাজী মদিনা, শব্দসৈনিক আশরাফুল ইসলাম, ডালিয়া আহমেদ, বেলায়েত হোসেন, আহকাম উল্লাহ, ইকবাল খোরশেদ, রফিকুল ইসলাম, শিমুল মুস্তফা, রেজিনা উয়ালী লিনা, মাসকুর-ই-সাত্তার কল্লোল, অলোক বসু, ড.শাহাদাত হোসেন, কাজী মাহতাব সুমন, ফয়জুল আলম, নাজমুল আহসান, আহসান উল্লাহ, ফয়জুল্লাহ সাইদ, সোহেল আনোয়ার, শামসুজ্জোহা, নায়লা চৌধুরী, খালেক মল্লিক, মাসুদজজামান, তামান্না তিথি, মাসুম আজিজুল বাশার, শহিদুল ইসলাম, সুপ্রভা, নাজমুল আহসান তরুন।
অনুষ্ঠানের এক পর্যায়ে সবাইকে চমক দিয়ে মঞ্চ আলোড়ন করেন জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণ। বাংলা সাহিত্য ও নরেন বিশ্বাসকে নিয়ে আলোচনার পাশাপাশি তিনি আবৃত্তি শুনিয়ে সাড়া জাগান দর্শক সারিতে।