বাংলা‌দেশ ছাত্রলীগ ইতালী শাখার পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষনা

গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পতাকার সম্মান বাড়া‌নোর নবগঠিত বাংলা‌দেশ ছাত্রলীগ ইতালী শাখার পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষনা করা হ‌য়ে‌ছে।

বাংলা‌দেশ ছাত্রলীগ ইতালী শাখার সুলতান মাহমুদ‌কে সভাপ‌তি ও ম‌হিউ‌দ্দিন হাওলাদার‌কে সাধারণ সম্পাদক ক‌রে ১১৪ সদস্য বি‌শিষ্ট নব ক‌মি‌টি ঘোষনা করায় কেন্দ্রীয় নেতৃবৃ‌ন্দের প্র‌তি কৃতজ্ঞ ও ধন্যাবাদ জানান।

তারা ম‌নে ক‌রেন তাদের মেধা ও মনন দি‌য়ে আগামীতে বহির্বিশ্বে একটি সুশিক্ষিত ও পরিকরল্পিত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম হ‌বে। পাশাপা‌শি প্রবাস থে‌কে ছাত্রলীগের নেতা হি‌সে‌বে পারিবারিক ঐতিহ্য ও মাঠের রাজনীতিতে দাঁ‌য়িত্ব দেয়া সকল সদ‌স্যের সক্রিয় ভূমিকা থাক‌বে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments