মাদ্রিদে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেইনের আয়োজনে মহান বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। ৭ উইকেটের বিশাল ব্যাবধানে ভিজাভেরদে আলতো স্পোর্টিং ক্লাবকে হাড়িয়ে ঢাকা ফ্রুতাস চ্যাম্পিয়ন।
যুবসমাজকে খেলাধুলায় উদ্ধুধ করায় বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেইনের উদ্যোগে আয়োজন করা হয় মহান বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮। খেলায় ৮ টি টিম অংশগ্রহণ করে, খেতাফে এল কাছার মাঠে দীর্ঘ প্রায় ৬ মাস ধরে খেলা শেষে গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ঢাকা ফ্রুতাস বনাম ভিজাভেরদে আলতো স্পোর্টিং ক্লাব।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্পেইনে নিযুক্ত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার.সাধারণ সম্পাদক বকুল খানের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন .দূতাবাসের মিনিষ্টার ও দূতালয় প্রধান হারুন আল রশীদ,
মাদ্রিদে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি আল মামুন, সিনিয়র সহ-সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী আল আমিন মিয়া, ঢাকা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান, গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রুবেল রানাসহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেইনের পক্ষ থেকে বক্তব্য রাখেন ,
সভাপতি একেএম জহিরুল ইসলাম, , সহ-সভাপতি জাহিদুল আলম মাসুদ,
যুগ্ম সাধারণ সম্পাদক দবির তালুকদার,ক্রীড়া সম্পাদক তামিম ইকবাল .
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার প্রবাসে শত প্রতিকূলতার মাঝেও যুবসমাজকে খেলাধুলায় উদ্ধুদ্ধ করায় বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেইনের এমন আয়োজনকে ধন্যবাদ জানান। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরায় সবাইকে মিলেমিশে কাজ করার আহবান জানান তিনি . পরে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন প্রেসক্লাবের সভাপতি একেএম জহিরুল ইসলাম ও ঢাকা ফ্রুতাসের কর্নধার আল আমিন মিয়া। উল্লেখ্য খেতাফে এল কাছার মাঠে পর পর হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয় ঢাকা ফ্রুতাস। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন ফয়সাল আহমেদ হৃদয়।