মিনহাজ হোসেন ইতালীঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখা এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। এতে বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখার সহ সভাপতি অনিক হাওলাদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহি উদ্দিন হাওলাদার এর পরিচালনায় ইতালী বন্দর নগরী নাপলীর জম জম রেষ্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সহ সভাপতি অনিক হাওলাদার ও সাধারন সম্পাদক মহি উদ্দিন হাওলাদার তাদের বক্তব্যতে বলেন- দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। সরকারের যুগোপযোগী নীতি গ্রহনে শিক্ষা, কৃষি, বিদ্যুৎসহ প্রতিটি সেক্টর দূর্বার গতিতে এগিয়ে চলেছে। দেশ যখন এগিয়ে চলেছে ঠিক তখনি একটি গোষ্টি সরকারকে বেকায়দায় ফেলতে নানা মূখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই গোষ্টিকে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ন সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন শাহারিয়া, দপ্তর সম্পাদক সুমন কাজী, উপ-প্রচার সম্পাদক নাইম হাওলাদার, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমেদ শরীফ, ক্রীড়া সম্পাদক মামুন ফরাজি, উপ মানব সম্পদ বিষয়ক সম্পাদক সরোয়ার মৃধা, উপ অর্থ সম্পাদক নয়ন হাওলাদার, সহ সম্পাদক মোঃ নাসির, সদস্য মোহাম্মদ ফেরদাউস সহ আরো অনেকেই।
বক্তারা তাদের বক্তব্যতে বলেন ছাত্রলীগের নেতাকর্মীদের বিভেদ দ্বন্দ্ব দূরে রেখে একসাথে কাজ করতে হবে। আমাদের আওয়ামী লীগের সভানেত্রী ও দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্য বন্ধ হতে হবে। কোন ষড়যন্ত্র যেন এ দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে না পারে সে দিকে সকল নেতৃবৃন্দকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এসময় তারা সংযমের মাসে মহান আল্লাহ তালার কাছে দেশের সমৃদ্ধি কামনা করার জন্য সকলের কাছে আহবান জানান। আলোচনা সভা শেষে বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখার ব্যাবস্থাপনায় ইফতার আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।