বকুল খান স্পেনে থেকে: ”বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং স্পেন আওয়ামীলীগ এর করনীয় ” শীর্ষক এক আলোচনা সভা মাদ্রিদের লাভাপিয়েছে ঢাকা ক্যাফে রেশতুরায় অনুষ্টিত হয়েছে, স্পেন আওয়ামীলীগ এর আয়োজনে গত ২২ আগষ্ট সংঘঠনের সহ সভাপতি জাকির হুসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ কে আবারও জয়ী করে ক্ষমতায় নিয়ে আসতে প্রবাসীদের ভুমিকা কি হতে পারে এবং কেন নৌকায় ভোট দেবেন এ বিষয়ে আলোকপাত করেন বক্তারা, সংঘটনের সাধারন সম্পাদক শেখ আব্দুর রহমান এবং আজম কাল এর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন স্পেন আওয়ামীলীগ এর সভাপতি এইচ আই আর রবিন, জাকির হুসেন, এ কে এম জহিরুল ইসলাম,আয়ুব আলী সুহাগ, বদরুল ইসলাম, দবির তালুকদার, মাও ঃ আব্দুর রাজ্জাক, জাহিদুর রহমান দিদার, হুসেন আহমেদ,রফিক খান, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সহ স্পেন আওয়ামীলীগ এর নেতা কর্মীরা, বক্তারা বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহীকতা অব্যাহত রাখতে প্রবাসীদের অগ্রনীভুমিকা রাখতে হবে, দেশের সকল কূচক্রী মহল লাল সবুজের পতাকা কে খামচে ধরেছে, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে আওয়ামী সরকারের কোন বিকল্প নেই, তারা নৌকায় ভোটদিন শ্লোগান কে বিশ্বময় ছড়িয়ে দেয়ার আহবান জানান।
Subscribe
Login
0 Comments
Oldest