রূপকথার কাহিনীর মত যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এক প্রেমিক যুগল ডেভিড-হিদার। তাদের সম্পর্কের শুরুটা ২০১৫ সালের মে মাসে। একটি নাচের ক্লাসে প্রেমিক ডেভিডের চোখে চোখ পড়ে প্রেমিকা হিদার মোজারের। তারপর থেকেই স্বপ্ন বুনছিলেন সময় এলে গাঁটছড়া বাঁধবেন- সুখের সংসার গড়ে তুলবেন।
হঠাৎ এক ঝড় এসে লণ্ডভণ্ড করে দেয় সবকিছু। হিদারের শরীরের ধরা পড়ে স্তন ক্যান্সার। হাল ছাড়েননি ডেভিড থেকেছেন তার পাশে। সময় গড়ায় কমতে থাকে হিদারের আয়ু। দুজনে সিদ্ধান্ত নেন ৩০ তারিখে বিয়েটা করেই ফেলবেন। কিন্তু ডাক্তার বলে দেয় সময় খুব বেশী নেই আর কয়েক ঘণ্টা ।
অতঃপর ২২শে ডিসেম্বর স্থানীয় সেন্ট ফ্রান্সিস চ্যাপেল হাসপাতালে আনুষ্ঠানিক ভাবে একসঙ্গে জীবন কাটানোর শপথ নেন ডেভিড-হিদার। বিয়ের মাত্র ১৮ ঘন্টা পর দুনিয়া থেকে বিদায় নেন হিদার মোজার।
সত্যিকারের ভালোবাসা এমনই হয়????????????????
Subscribe
Login
0 Comments
Oldest