মনির মোল্যা : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী,বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা,প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা, ফরিদপুর-২ আসনের এমপি,সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুরের উন্নয়নের রূপকার এবং গণমানুষের নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ৮৩তম শুভ জন্মদিন ৮ মে মঙ্গলবার। ঢাকার ধানমন্ডিতে সংসদ উপনেতার বাসভবনে তাঁর জন্মদিন আড়ম্বরের সাথে পালন করা হবে।
এ ছাড়াও ফরিদপুরের সালথা-নগরকান্দার একাধিক স্থানে কেক কেটে এবং মিলাদ মাহফিলের মধ্যদিয়ে সংসদ উপনেতার জন্মদিন পালন করবেন নেতা কর্মীরা। শুভ জন্মদিনকে সামনে রেখে সালথা-নগরকান্দাবাসী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
সালথা উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী সাংবাদিকদের বলেন। এবছর সংসদ উপনের জন্মদিন বিগত বছর গুলোর চেয়ে জমকালো আয়োজনে পালন করবে সালথা নগরকান্দার আওয়ামীলীগ নেতা কর্মীরা।