“বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট” চর ঝাউকান্দাকে হারিয়ে চরভদ্রাসন ইউনিয়ন ফাইনালে

চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনূর্ধ-১৭) এর ইউনিয়ন পর্যায়ের খেলায় চরঝাউকান্দা ইউনিয়নকে হারিয়ে ফাইনালে উঠেছে চরভদ্রাসন ইউনিয়ন। মঙ্গলবার বিকেলে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় ৩-০ গোলে জয় লাভ করে চরভদ্রাসন সদর ইউনিয়ন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বহি অফিসার কামরুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান,চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা,গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো: ইয়াকুব আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল করিম । খেলায় ধারা বর্ননা দেন মো: বোরহান মোল্যা ও মিজানুর রহমান।

প্রধান অতিথি বলেন এ টুর্নামেন্টের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে মেধাবী খেলোয়ারকে জাতীয় পর্যায়ে এ খেলায় অংশ গ্রহনের সুযোগ সৃষ্টি করবে।
জানা যায় ১২ সেপ্টেম্বর বুধবার চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে বিকেল ৪ টায় সদর ইউনিয়ন ও গাজীরটেক ইউনিয়নের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x