মোহাম্মদ আব্দুস সালাম (সাভার প্রতিনিধি): সাভার উপজেলা তেতুঁলঝোড়া ইউনিয়নের সুগন্ধা হাউজিং এলাকায় এ এম ইন্টারন্যাশনাল স্কুলে বিনা মূল্যে বই বিরতণ। ১ জানুয়ারী বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি জনাব হাজী মোহাম্মদ কায়সার হামিদ সিংগাইর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক, ও স্কুলের শিক্ষকদের উপস্থিতে বই বিতরণ করা হয়। ১ম শ্রেনী থেকে ৯ম শ্রেনী পর্ষন্ত ছাত্রছাত্রীদের মাঝে সরকারী বই বিনা মূল্যে বিরতণ করা সকালে ১১ ঘটিকার সময়।
স্কুলের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বছরের প্রথম দিনেই স্কুলে বই উৎসবের মাধ্যমে বই বিতরণ করা হয়। বিশেষ অতিথি কায়সার হামিদ বলেন যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। শিক্ষা জাতির মেরুদন্ড। তাই সকল অভিভাবকদের আহবান জানান তাদের সন্তানকে স্কুলে পাঠিয়ে শিক্ষিক করে গড়ে তুলতে,দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে।
সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলা পিতা-মাতার প্রধান দায়িত্ব। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে স্কুলের ছাত্রছাত্রীরা আনন্দিত ও অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেন।