বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান রোহিঙ্গা সমস্যা ও প্রত্যাবাসন নিয়ে ফ্রান্সে চার দিনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সফর শেষে ফ্রান্সে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন স্পিকার।
স্থানীয় সময় রবিবার দুপুরে প্যারিসে হোটেল পুলম্যানে মতবিনিময়ে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন কীভাবে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এ বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে।
স্পিকার বলেন, আমি বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত নিরাপত্তার সঙ্গে যাতে রোহিঙ্গারা তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারে সেই বিষয়ে বক্তব্য উপস্থাপন করেছি।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সে বিষয়টিও উল্লেখ করেন। এই সম্মেলনে তার সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে তিনি বলেন, এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা এটি আরও সুদৃঢ় হয়েছে এবং তাদের সহযোগিতার যে আশ্বাস সেটিও পুনর্বার ব্যক্ত হয়েছে।
অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহিরের এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, প্রবাসী বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিকভাবে দেখবে। তিনি দেশে ফিরে বিষয়টি নিয়ে সংসদে আলোচনার আশ্বাস দেন।
প্রবাসী বাংলাদেশিদের অতিথিপরায়ণতার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় এ অনুষ্ঠানে তার সফরসঙ্গী সেগুফতা ইয়াসমিন এমিলি এমপি ও ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির, সহসভাপতি শামসুল ইসলাম, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু , সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।