“ফার্স্ট ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্টস ফেস্ট-২০১৮” অনুষ্ঠিত

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল আয়োজিত ‘ফাস্ট ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্টস ফেস্ট-২০১৮’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সারাদেশের ২৩টি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন। টিএসসি অডিটরিয়ামে সারা দেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অন্য রকম মিলন উৎসবে পরিণত হয় বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) আয়োজিত ‘ফার্স্ট জার্নালিজম স্টুডেন্টস ফেস্ট। বিজেএসসি‘র সাধারণ সম্পাদক ইমরান আহমেদের সঞ্চলনায় ও বিজেএসসি‘র সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যায়লের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

উদ্বোধনী বক্তব্যে ঢাবির সাবেক উপাচার্য বলেন, তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছো তোমাদেরকে অভিনন্দন তোমরা এমন একটি বিষয়কে বেছে নিয়েছো এই বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যখন পেশায় প্রবেশ করবে, সেই পেশাটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা, সবচেয়ে কঠিন পেশা। কারণ তোমাদের কাজ করতে হবে সত্যকে নিয়ে। সত্যকে মিথ্যা থেকে পৃথক করতে হবে এবং সত্যকে খুঁজে বের করে সেটি প্রকাশ করতে হবে। সত্য প্রতিষ্ঠায় এগিয়ে যেতে হবে। তার জন্য তোমাদের দরকার সাহস, উন্নত নৈতিক চরিত্র এবং নির্গম হওয়ার মত গুণাবলী। এগুলো আসলে কঠিন। আর সে কঠিন কাজের স্বপ্ন নিয়ে তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ছাত্র-ছাত্রী হয়ে নিযুক্ত হয়ছো। এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে যেহেতু নেই, তাই এ কঠিন কাজে নিযুক্ত হওয়ার জন্য তোমাদের অভিনন্দন জানায়।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা যখন এ মুহূর্তে টিএসসির নির্মল পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে বসে আছি, ঠিক সেই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও সাংবাদিকরা নির্মমতার শিকার হচ্ছে। তোমরা জানো সম্প্রতি সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে, তবুও সাংবাদিকতা থেমে থাকেনি। তোমরা সত্যকে ভালোবেসে সামনে এগিয়ে যাবে।

এ সময় ঢাবির সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. কাবেরী গায়েন বলেন, পৃথিবীতে এযাবৎকালে যে ধারায় সাংবাদিকতা চলেছে, সে ধারায় বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে, প্রাযুক্তিক পরিবর্তন এবং করপোরেট মিডিয়ার বিস্তার। কিন্তু সাংবাদিকতায় কেবল রাজনৈতিক শক্তি নয়, করপোরেট পুঁজির বিনিয়োগের আধিপত্য স্বাধীন সাংবাদিকতাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। তাই এসব উৎসব আয়োজনের পাশাপাশি বিজেএসসি দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যমের এসব চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবে, চিন্তা করবে এবং সমাধান খুঁজবে বহু বিতর্কের মধ্য দিয়ে।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাক্তন জ্যেষ্ঠ সচিব আবু আলম মো. শহীদ খান, স্বাধীনতা সাংবাদিক পরিষদের আহ্বায়ক বরুণ ভৌমিক নয়ন এবং ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যায়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষকগণ। বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের (বিজেএসসি) সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল  বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকতার শিক্ষার্থীদের নিয়ে প্রথম জার্নালিজম স্টুডেন্টস ফেস্ট করার মূল উদ্দেশ্য ছিল- সাংবদিকতার শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা। সব শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণে আমাদের আয়োজন শতভাগ সফল হয়েছে।’

অনুষ্ঠানে বিজেএসসির বিশেষ স্মরণিকা ‘স্বপ্ন’ এর মোড়ক উন্মেচন করেন ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ অন্য অতিথিরা। এ সময় মঞ্চে কেক কেটে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানটিতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল- অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট, দৈনিক ইত্তেফাক, সময় টেলিভিশন ও সিটিএফএম।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments