বিশেষ প্রতিবেদক:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাংগা-সদরপুর-চরভদ্রাসন) আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও ভাংগা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিকে মনোনয়ন দিয়েছে ।
মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খন্দকার সেলিমের হাতে ফরিদপুর-৪ আসনের প্রার্থিতার চিঠিটি তুলে দেন।
বিগত সময়ে খন্দকার ইকবাল হোসেন সেলিম ভাংগা-সদরপুর-চরভদ্রাসন এই নির্বাচনী এলাকায় বিভিন্ন রকম জনসেবা মূলক কার্যক্রম চালিয়েছেন।এসময় স্থানীয় নেতাকর্মীরা তার সাথে থেকে কাজ করছেন।
খন্দকার সেলিম বলেন, দীর্ঘদিন যাবত দলের জন্য নি:স্বার্থ ভাবে কাজ করেছি। দল সে মূল্য আমাকে দিয়েছে। দেশের জনগণ ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে বসে আছেন। ইনশাআল্লাহ আমরা জয় যুক্ত হব।
খন্দকার ইকবাল হোসেন সেলিমের বিএনপির মনোনয়ন প্রাপ্তিতে নির্বাচনী এলাকা ভাংগা,সদরপুর ও চরভদ্রাসন উপজেলার দলীয় এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার সকাল থেকেই উচ্ছ্বাস করেছে বলে জানা যায়।