মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২, আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল।
জানা যায়, সোমবার (১৭ ডিসেম্বার) বিকাল ৩টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি আঃ আলিম চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হবে। এ জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, উপনেতার মেজপুত্র সাজিদ আকবর চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। উক্ত জনসভার সভাপতিত্ব করবেন ফরিদপুর-২, আসনের সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল।
জুয়েল চৌধুরী বলেন, দলের নির্দেশে ১৭ ডিসেম্বার ফুলসুতি জনসভার মধ্যেদিয়ে আমার শ্রদ্ধাভাজন নেত্রী, ফরিদপুর-২ আসনের উন্নয়নের রুপকার সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠাণিকভাবে শুরু করবো। নৌকা বিজয়ের লক্ষে ভোটারদের দ্বারে দ্বারে যাবো। আর ৩০ ডিসেম্বার সাজেদা আপার বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। তিনি ১৭ ডিসেম্বার ফুলসুতি উপনেতার নির্বাচনী জনসভায় সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।