মনির মোল্যা : ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
সালথা ও নগরকান্দার সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, ভোট গণনা শেষে সৈয়দা সাজেদা চৌধুরী নৌকা প্রতীকে ২,১৯২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪৯১২ ভোট।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কে এম ছরোয়ার হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৯১৯ ভোট ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী জয়নাল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পেয়েছেন ৬৫৭ ভোট।