মনির মোল্যা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২, আসনে পূজা উদযাপন কমিটির সাথে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা করেন উপনেতার কনিষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী। শনিবার সকাল ১০ টায় সালথা উপজেলার রসুলপুর উপনেতার বাসভবন হামিদ মঞ্জিলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পূজা উদযাপন কমিটির নেতা বাবু মনোরঞ্জন বিশ্বাস সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সর্দার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, সালথা উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা বাবু শিবু নাগ, বাবু বরুন কুমার সরকার, পল্লভ সাহা, নগরকান্দা উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা হরিদাস কুমার, বিপুল গোম্বাসী, তপন ত্রিবেদী প্রমূখ।
মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির নেতারা বলেন, সৈয়দা সাজেদা চৌধুরী সালথা-নগরকান্দায় যে উন্নয়ন করেছে, তাতে নৌকা মার্কার বাইরে ভোট দেওয়ার সুযোগ নাই। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। আগামী ৩০ ডিসেম্বারে ব্যালটের মাধ্যমে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার উন্নয়ন করার সহযোগিতা করবো।