মনির মোল্যা : ফরিদপুর ০২ (নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুর) আসনে সাজেদা চৌধুরী পক্ষে নৌকায় ভোট চেয়ে মিছিল করেছে সাবেক এমপি ও জেলা শ্রমিকলীগের সহ সভাপতি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী।
বৃহস্পতিবার রাতে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে ফরিদপুর – ২ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে ফুলসুতি ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘুরে নগরকান্দা উপজেলা সদরের বাজার প্রদক্ষিন করে। শোডাউন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জুয়েল চৌধুরী বলেন , ‘নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, উন্নয়নের প্রতীক। দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ জন্য নৌকার বিজয় নিশ্চিত করার বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনিরুজ্জামান সরদার, ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সিদ্দিক মোল্যা, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, এনায়েত হোসেন চৌধুরী, মনিরুজ্জামান আইয়ুবসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।