মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দায় নির্বাচন পরবর্তী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জানুয়ারী) বিকালে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া বাজার মাঠে এ জনসভার আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগ।
লস্করদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সরদার, সৈয়দা সাজেদা চৌধুরীর সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার লিয়াকত আলী লস্কর ফিরোজ, ফজলুল হক মিয়া, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা এএফএম সিদ্দিকুল আলম বাবলু, তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেলোয়ার ফকির, নগরকান্দা শহর যুবলীগের সাধারন সম্পাদক আজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস্কেন্দার আলী প্রমূখ।
এসময় শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, ফরিদপুর-২ আসনের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরীকে আপনারা বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমার মায়ের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো।এই নগরকান্দা-সালথা উপজেলা ও কৃষ্ণপুর ইউনিয়নে উন্নয়ন অব্যাহত থাকবে।