মনির মোল্যা : ফরিদপুর (২আসন) সালথা-নগরকান্দার সাবেক সংসদ সদস্য। সালথা-নগরকান্দার গনমানুষের প্রিয় নেতা গরিবের বন্ধু সকল শ্রেণী পেসার মানুষের আস্থার প্রতিক জননেতা মোঃ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। সালথা-নগরকান্দা-কৃষ্টপুর বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি গ্রামের চৌধুরী বাড়িতে একান্ত সাক্ষাতকারের সময় এ প্রতিনিধিকে বলেন নগরকান্দা-সালথা কৃষ্টপুরের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক । এ সম্পর্ক কখনো ছিন্ন হবার নয়। তাই আমি ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে চাই। তিনি আরো বলেন দেশের চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নেই তাই আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, আমাদের শ্রদ্ধেয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী যদি নির্বাচন করেন তাহলে আমি তার পক্ষে কাজ করব আর যদি অসুস্থ্যতার কারনে তিনি নির্বাচন করতে না পারেন সেক্ষেত্রে আমি ফরিদপুর -২ আসনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করতে চাই।