মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাতীয় সংসদের উপনেতা, ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির সম্মানে মনোনয়নপত্র তুলে নিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী।
জাকের পার্টি সুত্রে জানা গেছে, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নির্দেশে রবিবার দুপুর ১২ টার দিকে ফরিদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র তুলে নেন জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া। সেই সাথে সালথা-নগরকান্দা জাকের পার্টির নেতাকর্মীদের সৈয়দা সাজেদা চৌধুরীর জন্য মাঠে কাজ করার আহবান জানিয়েছেন আমীর ফয়সল।
ফরিদপুর-২, আসন থেকে জাকের পার্টির মনোনয়নপত্র তুলে নেওয়ায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আমীর ফয়সলকে প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন। এব্যাপারে জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সম্মানার্থে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ফরিদপুর-২, আসন থেকে মনোনয়নপত্র তুলে নিয়েছেন। জাকের পার্টি সব সময় আওয়ামী লীগের মহাজোটের সাথে আছে এবং থাকবে। আমরা পার্টির চেয়ারম্যান স্যারের নির্দেশের গোলাম। তিনি আমাদের যে নির্দেশ দিবেন আমরা মাথা পেতে নিবো। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সালথা- নগরকান্দার জাকের পার্টির নেতাকর্মীদের সাথে নিয়ে সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে কাজ করবো ইনশাল্লাহ।