মনির মোল্যা : আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ খানের বাড়িতে এ নির্বাচনী সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর মুন্সীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সর্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ খান, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, ফরিদপুর জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি ফারজানা খান রিনী, লস্কারদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এফএম ছিদ্দিকুল আলম বাবলু, আওয়ামী লীগ নেতা পলাশ খান, কবির মুন্সী, সদানন্দ সাহা প্রমূখ। এসময় প্রায় ৫শতাধিক বিএনপি সমর্থক আওয়ামী লীগে যোগদান করেন।
সভায় শাহদাব আকবর লাবু বলেন, ফরিদপুর ২আসনে উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন । শেখ হাসিনার সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাজেদা চৌধুরীকে আবারও বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় এবং মানুষের ভাগ্যেরও উন্নয়ন হয়।