মনির মোল্যা : ফরিদপুর-২ আসনের সাবেক সাংসদ ও জেলা শ্রমিকলীগের সহসভাপতি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী নগরকান্দায় পূজা মন্ডপ পরিদর্শণ করেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কালিবাড়ী বাজার সার্বজনীন দূর্গা মন্দির, তালমা বাজার সার্বজনীন দূর্গা মন্দির, লস্কারদিয়া দূর্গা মন্দির এবং বুধবার রাতে কাওয়াখোলা দূর্গা মন্দির, বাউতিপাড়া, সাকরাইল বিন্নাতলী বাজার দূর্গা পুজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শণকালে দর্শনার্থীদের উদ্দেশে সাবেক এমপি জুয়েল চৌধুরী বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতেই আবারও নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশ মধ্যে আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হয়। একমাত্র শেখ হাসিনাই পারেন দেশকে এগিয়ে নিতে। সন্ত্রাস-জঙ্গী ও মাদকমুক্ত দেশ গড়তে শেখ হাসিনাকে সমর্থন দিন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন চৌধুরী, জহুরুল হক চৌধুরী, লিপটন চৌধুরী, মনিরুজ্জামান আইয়ুব, লিয়াকত হোসেন, রাজেন্দ্র কলেজের সাবেক ছাত্রনেতা টিটু খন্দকার প্রমূখ।