মনির মোল্যা : ফরিদপুরের ( আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) ১ আসনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৮টায় তিন উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম এর পক্ষ থেকে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে মধুখালী উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ আকরামুল করিম, মোঃ আসাদুল করিম, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু ও আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ শেখ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে তিন উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনগুলো।
এর আগে তিন উপজেলাতে শোক র্যালি বের হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি, আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।