মনির মোল্যা : ফরিদপুরে জাকের পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বার) বিকালে ফরিদপুর জেলা জাকের পার্টির কার্যালয়ে অয়োজিত এ সভা করা হয়।
জাকের পার্টি ফরিদপুর সাংগঠণিক বিভাগের সাধারণ সম্পাদক ও জেলা জাকের পার্টির সভাপতি মো. মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে এসময় জেলা জাকের পার্টির প্রচার সম্পাদক ফকির আঃ মান্নান, কোতয়ালী সভাপতি মহিউদ্দীন ফকির, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি রওশন আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠণিক সম্পাদক বায়েজিদুর রহমান, সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম তপু সহ সকল নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জাদু মিয়া বলেন, সকল মানুষের শান্তির জন্য বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজান ১৯৮৯ ইং সালে জাকের পার্টি প্রতিষ্ঠা করেন। জাকের পার্টির নীতি আদর্শ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী আমাদেরকে যে নির্দেশনা দিবেন। আমাদের সে মোতাবেক কাজ করতে।