মনির মোল্যা : ৪৭ তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবলে ফরিদপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নগরকান্দা উপজেলা সদরের এম এন একাডেমী।
বুধবার বিকাল ৩ টায় ফরিদপুর শেখ জামাল ষ্টেডিয়ামে তীব্র প্রতিদন্ধীতা পূর্ন ফাইনাল খেলায় নগরকান্দা এম এন একাডেমী ১-০ গোলে সালথা মডেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। এম এন একাডেমীর পক্ষে একমাত্র গোলটি করে তপু। প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন এবং খেলা শেষে ট্রফি বিতরন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আই সি টি) মোহাম্মাদ মোবাশে^র হাসান। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সরোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার জেলা পরিষদের সদস্য খন্দকার জাকির হোসেন নিলু,এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া,সালথা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবলে জেলা পর্যায়ে এম এন একাডেমী চ্যাম্পিয়ন হওয়ায় এম এন একাডেমী ফুটবল টিমকে অভিনন্দন জানিয়েছেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ।