বোয়ালমারী প্রতিনিধিঃ এক আদম ব্যবসায়ীর খপ্পড়ে পড়ে নিঃশ্ব হয়ে গেছে একটি পরিবার। সহায়- সম্বল হারিয়ে দিশেহারা পরিবারটি শেষ পর্যন্ত বাধ্য হয়েছে আইনের আশ্রয় নিতে। বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী গ্রামের আদম ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে সম্প্রতি লিখিত অভিযোগ দাখিল করেছেন পার্শ্ববর্তী সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের মোছাঃ পারভীন বেগম। ঐ লিখিত অভিযোগ সূত্রে জানাযায়,পারভীন বেগমের পৈতৃক নিবাস ও আনোয়ার হোসেনের বাড়ী একই গ্রামে। সে সুবাদে আনোয়ারের সাথে পারভীন বেগমের পূর্ব পরিচয় ছিলো। আনোয়ার দীর্ঘদিন ধরেই আদম ব্যবসার সঙ্গে জড়িত। সৌদি আরব সহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে তিনি লোক পাঠিয়ে থাকেন। প্রায় এক বছর আগে আনোয়ার হোসেন পারভীনের কাছ থেকে সাড়ে ছয় লক্ষ টাকা নেন তার দেবর মিরাজ মীরকে সৌদিতে পাঠানোর কথা বলে।
শশুরের সহায়-সম্বল বিক্রি করে দেবর কে বিদেশ পাঠাতে গিয়ে সম্পূর্ণ নিঃশ্ব হয়ে যায় পরিবারটি। কিন্তু দেবরকে বিদেশ পাঠানোর সেই সপ্ন আর পুরোন হয়নি পারভীন বেগমের। মিরাজকে আর সৌদি পাঠায়নি আনোয়ার। এক পর্যায়ে চাপ সৃষ্টি করলে আনোয়ার টাকা ফেরত দেয়ার অঙ্গিকার করে। কিছু দিন পর অনেক দেন-দরবারের মাধ্যমে মাত্র এক লক্ষ টাকা ফেরত দেয় সে। বাকী সাড়ে পাচঁ লক্ষ টাকা এখন পর্যন্ত পরিশোধ করেনি আনোয়ার। অনেক ঘোরা-ঘুরির পরও টাকা তুলতে না পেড়ে অবশেষে আইনের দারস্থ হয়েছেন পারভীন বেগম। এ ব্যাপারে জানতে চাইলে মোবাইলে আনোয়ার হোসেন বলেন, মিরাজকে সৌদি পাঠাতে চেষ্টার কোন ত্রুটি করিনি। দুই দেশের মধ্যে টানাপড়েন থাকায় ব্যার্থ হয়েছি। আমার অনেক খরচ হয়েছে। তাদুপরি টাকা ফেরত দিতে চেয়েছি আস্তে আস্তে দিয়ে দেবো।