মনির মোল্যা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ¦ খাজা মোস্তফা আমীর ফয়সল সাহেবের নির্দেশে বৃহস্পতিবার বিকালে ফরিদপুর-৪, আসনের ভাঙ্গা উপজেলার সদর এলাকাসহ বিভিন্নস্থানে জাকের পার্টির পক্ষে ব্যাপক গণসংযোগ করেন ফরিদপুর সাংগঠণিক বিভাগের সাধারণ সম্পাদক ও জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া।
এসময় জেলা জাকের পার্টির প্রচার সম্পাদক ফকির আঃ মান্নান, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি রওশন আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠণিক সম্পাদক বায়েজিদুর রহমান, পৌর সভাপতি মিজান মুন্সী, সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ জাকের পার্টির কয়েকশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে সব শ্রেনী পেশার মানুষের কাছে ছুটে যান মশিউর রহমান জাদু মিয়া। এর আগে উপজেলা জাকের পার্টির উদ্যেগে উপজেলার হেলিপোর্ট ময়দানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ইমাম যদি মিথ্যাবাদী হয়, যারা রিক্সা চালানোর অভিনয় করে, গরীব মানুষের কর্ম নিয়ে তামাষা করে তাদের কাছে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে না। এজন্য যে কোন মূল্যে জাকের পার্টি গোলাপফুলকে বিজয়ী করতে হবে। যাতে সাধারণ মানুষের জান-মাল নিরাপদে থাকে।