নিউজ ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারীতে মাদকবিরোধী অভিযানে নেয়া হয়েছে বিশেষ প্রচার অভিযান।মসজিদ ভিত্তিক এ প্রচার অভিযানে প্রতি সপ্তাহের মত আজও পৌর সদরের তালতলা বাজার জামে মসজিদে জুম্মার নামাজ পূর্ববর্তী সময়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের প্রত্যেক অভিবাবককে সচেতন হতে হবে। আমাদের সন্তানেরা কখন কোথায় যায়,কাদের সাথে মেলামেশা করে সেদিকে খেয়াল রাখতে হবে।
আজকের যুব সমাজ আগামী দিনে জাতির ভবিষৎ।তাদেরকে সুশিক্ষায় গড়ে তোলার দায়িত্ব আমাদের প্রত্যেকের। তাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা নিজ নিজ সন্তানদের প্রতি খেয়াল রাখুন। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলেই মাদককে না বলি। এ সময় আরো বক্তব্য রাখেন গুনবহা ইউপি চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, প্রেসক্লাব সভাপতি কাজী হাসান ফিরোজ, প্রেসক্লাবের সহসভাপতি প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম আমিন, মসজিদ কমিটির সভাপতি শাহজাহান মিয়া, ইমাম রবিউল ইসলাম প্রমুখ।