মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের বড়শ্রীবরদী গ্রাম থেকে শনিবার সকালে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছেন নগরকান্দা থানা পুলিশ।
জানা গেছে উপজেলার চরযোশরদী ইউনিয়নের বড়শ্রীবরদী গ্রামের সিদ্দিক মুন্সীর পুত্র সাগর মুন্সীর স্ত্রী আন্না বেগম (১৯) এর লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। বসত ঘরের দরজা ভেঙ্গে আন্নার লাশ গলায় ওড়না পেচানো অবস্থায় স্বজনরা মাটিতে নামায়। শনিবার দুপুরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পারিবারিকসুত্রে জানাগেছে ৭মাস পুর্বে একই গ্রামের আক্কাছ শেখের কন্যা আন্নার বিয়ে হয় প্রতিবেশী সিদ্দিক মুন্সির পুত্র সাগরের সাথে। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিলো।
নিহত আন্নার মা রুপালী বেগম অভিযোগ করে বলেন, মেয়ের শশুর সিদ্দিক মুন্সীই আমার মেয়েকে হত্যা করেছে।
নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান বলেন, এটা হত্যা না আতœহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহন করা হবে।