বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দেয়া রায়কে ‘ফরমায়েশি ও রাজনৈতিক প্রতিহিংসামূলক রায়’ উল্লেখ করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব ২১ আগস্ট গ্রেনেড হামলার এই রায়কে প্রত্যাখান করেন এবং বলেন ‘এই রায় জনগন মানে না’।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাদের সাজার প্রতিবাদে সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদিআরব শাখার অন্তর্ভুক্ত পুরাতন এয়ারপোর্ট মাতার গাদিম অঞ্জল কমিটি।
সৌদিআরব কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির আলোকে বৃহস্পতিবার, অক্টোবর ১১, সন্ধ্যা ৭টায় জেদ্দার একটি হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরব বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তফন জেদ্দা মহানগর বিএনপির আহ্বায়ক এম এ আজাদ চয়ন সহসভাপতি আব্দুল মান্নান। পুরাতন এয়ারপোর্ট কমিটির সভাপতি ফয়েজ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সৌদিআরব বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আহমদ আলী মুকিব বলেন, ‘আমরা সকলেই জানি এটা একটি ফরমায়েশি রায়। শুধুমাত্র ষড়যন্ত্র করেই বিএনপিকে ধ্বংস করতে এই মামলায় বিএনপিকে জড়ানো হয়েছে।’
এ সময় তিনি সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে সকলকে দেশে বিদেশে আন্দোলনে গড়ে তোলার আহ্বান জানান।
মুকিব বলেন, ‘এই সরকার গণতন্ত্র মানে না। এই সরকার বাংলাদেশের অর্থনীতিকে নষ্ট করে দিয়েছে। মানুষের স্বাভাবিক বাকস্বাধীনতাকে কেড়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় তারেক রহমানকে জড়িয়ে এই রায় দেয়া হয়েছে, আমরা এই রায়কে প্রত্যাখান করি।
মুকিব কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। সেইসাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে মিথ্যা সাজা ও মামলা প্রত্যাহারের দাবি জানান।